Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মরিচা ইউপি

পরিচিতিঃ ১১ নং মরিচা ইউনিয়ন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজলার ১১টি ইউনিয়নের মধ্যে ১টি ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদ টি জেলা শহর থেকে ৩৫ কিঃ মিঃ উত্তরে দিনাজপুর ঠাকুরগাও মাহাসড়কের উত্তর পার্শ্বে মরিচা গ্রামে ঢেপা নদীর তীরে অবস্থিত এবং উপজলা শহর থেকে ৭৮কিঃ মিঃ উত্তর দিকে।

আয়তনঃ ২৪ বর্গকিলোমিটার।

গ্রামঃ এই ইউনিয়নে মোট ১৮ টি গ্রাম আছে ।

লোকসংখ্যাঃ লোকসংখ্যা প্রায়  ৩৫,৪৩৪ জন (২০১৯ সালের হিসাব অনুযায়ী)।

মোট ভোটার সংখ্যাঃ ১৯৩৫৫ জন (২০১৮ সালের ভোটার তালিকা অনুযায়ী)।

ভাতাভোগীর সংখ্যাঃ ১। বয়স্ক ভাতাভোগী  ৮৬০ জন

                                ২। বিধবা ভাতাভোগী ৩২৬ জন

                                ৩। প্রতিবন্ধী ভাতাভোগী ৩৩৪ জন

                                ৪। মাতৃত্বকাল ভাতাভোগী ৮৩ জন (২০১৯-২০২০ অর্থবছর)

                                ৫। ভিজিডি ভাতাভোগী ২৪২ জন       

                                           

শিক্ষাপ্রতিষ্ঠানঃ এই ইউনিয়নে মোট ৩৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। তার মধ্যে

                    ১। হাইস্কুল ৬ টি,

                    ২। দাখিল মাদ্রাসা ৩ টি,

                    ৩। মাধ্যামিক বালিকা বিদ্যালয় ১টি এবং

                    ৪। প্রাইমারীস্কুল ২৪টি।

 

সরকারী প্রতিষ্ঠানঃ ডাকঘর, হাসপাতাল, ভূমি অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে।

 

নদীঃ ১ টি ( ঢেপা, )।

 

 

হাট-বাজারঃ ৭টি ।

 

বে-সরকারী অফিসঃ    ১। গ্রামীণ ব্যাংক

                                 ২। আশা,

                                  ৩। ব্র্যাক,

                                  ৪। কারিতাস,

                                  ৫। একতা সংস্থা,

                                  ৬। সি .ডি. এ.

                                  ৭। বেইস মিতালীর মত আরো বেশ কয়েকটি বে-সরকারী অফিস রয়েছে।

 

শিল্পকারখানাঃ শিল্পকারখানা বলতে তেমন কোন ভারী শিল্পকারখানা এখানে নেই। তবে  ১টি অটো রাইস মিল ও ১৫টির মত মিল চাটাল রয়েছ। এই মিল চাটাল গুলোতে প্রায় ১০০০ লোকের কর্ম সংস্থানের সুযোগ রয়েছে।

 

মন্তব্যঃ ইউনিয়ন টি খুবই সুন্দর।